খুলনায় গত ২৪ ঘণ্টায় ছয় বছরে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ জানান, বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে জেলায় ছয় বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিস অনুসারে, এই ২৪ ঘণ্টায় ১৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
টানা বর্ষণে জেলার নিরালা, মুজগুন্নী, বয়রা ও প্রান্তিকাস নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে যাওয়ায় এসএসসি পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে আজ সকালে পরীক্ষা শুরু হয়েছে।