ফেনীর ছাগলনাইয়ায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে ফয়সাল ফারাবী (৯) ও সাখাওয়াত হোসেন (৮) নামে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২০ জুন) রাত ১০টার দিকে পৌরসভার পশ্চিম ছাগলনাইয়ার সাত মন্দির রোড এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নিহত ফয়সাল ফারাবী উপজেলার পাঠাননগর ইউনিয়নের পূর্ব শিলুয়া গ্রামের কাতারপ্রবাসী ইকবাল হোসেনের ছেলে এবং সাখাওয়াত হোসেন ঘোপাল ইউনিয়নের দুর্গাপুর গ্রামের দুবাইপ্রবাসী সামছুল হকের ছেলে। তাদের দুই পরিবারই সাত মন্দির রোড এলাকার শেখ ভবনে ভাড়া বাসায় থাকে।
আরও পড়ুন: জয়পুরহাটে সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত দুই শিশু খেলার জন্য বাসা থেকে বের হয়ে পাশের নির্মাণাধীন ভবনে যায়। সেখানে খেলার সময় অসাবধানতাবশত খোলা সেপটিক ট্যাংকে পড়ে যায় তারা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় মৃত অবস্থায় তাদের উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ভবনটির নির্মাণকাজ চললেও সেখানে কোনো নিরাপত্তাব্যবস্থা নেই। সেপটিক ট্যাংকের মুখ খোলা ছিল, অথচ সেখানে কোনো ঢাকনা বা সতর্কতামূলক ব্যবস্থাও ছিল না।
বিষয়টি নিশ্চিত করে ছাগলনাইয়া থানার উপপরিদর্শক সালাউদ্দিন রাশেদ বলেন, ‘লাশ দুটি উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।