গাজীপুরের কালিয়াকৈরে শনিবার ভোরে ট্রেনের সাথে বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
নীলসাগর ট্রেনের পরিচালক মো. মোস্তাফিজুর রহমান জানান, চিলাহাটি থেকে ছেড়়ে আসা নীলসাগর ট্রেনটি ভোর ৪টা ১০ মিনিটের সময় কালিয়াকৈরের সোনাখালি রেল ক্রসিংয়ে আসার পর একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে বাসের এক যাত্রী নিহত ও বেশ কয়েকজন যাত্রী আহত হন।
তবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।