গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার ইসলামপুর এলাকায় এক নারী পোশাক শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে ওই নারীর স্বামী পলাতক রয়েছেন।
মঙ্গলবার দুপুর ১টার দিকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত সীতা বেগম (৩৫) ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কাটাখালী গ্রামের সারোয়ার হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর এলাকায় স্বামী ও স্ত্রী পরিচয়ে স্থানীয় শামসুর রহমানের বাসা ভাড়া নেন সীতা বেগম। ওই বাড়িতে ভাড়ায় বসবাস করে আশুলিয়ায় একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি। মঙ্গলবার তার কক্ষ থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
আরও পড়ুন: চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীর থেকে লাশ উদ্ধার
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছিটকিনি লাগানো ঘর থেকে সীতা বেগমের অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ধারণা করা হচ্ছে- সীতা বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।
তিনি আরও বলেন, কী কারণে এই হত্যাকাণ্ড, তা জানা যায়নি। পলাতক স্বামীকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে মামলাসহ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: নাটোরের সিংড়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার