গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করেছেন। পরে তারা মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়।
শ্রমিকদের তিন মাসের ও কর্মচারীদের পাঁচ মাসের বকেয়া বেতনের দাবিতে শুক্রবার (২৩ আগস্ট) সকালে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স লিমিটেড পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
শ্রমিকেরা জানায়, শ্রমিকদের তিন মাসের ও কর্মচারীদের পাঁচ মাসের বকেয়া বেতনের দাবিতে তার বিক্ষোভ করেন। এক পর্যায়ে তারা কারখানার পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) এ এফ এম নাসিম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ গিয়ে সেনাবাহিনীর সহায়তায় মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেয়। পরে শ্রমিকদের সড়ক থেকে সরানো হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।’
আরও পড়ুন: পোশাক শ্রমিকদের বিক্ষোভে বিমানবন্দর সড়কে যান চলাচল ব্যাহত