গাজীপুরের কালিয়াকৈরে মেয়েকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত ইয়াসমিন আক্তার বৃষ্টি (১৪) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার শিবপুর কানিপাড়া গ্রামের বুলু মন্ডলের মেয়ে ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুলু মন্ডল দীর্ঘদিন আগে জীবিকার তাগিদে গাইবান্ধা জেলা থেকে কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে তার শ্বশুর (চাঁন মিয়া) বাড়ি চলে আসেন।
স্ত্রীর সঙ্গে বুলু মন্ডলের ঝগড়া লেগেই থাকতো। তারই ধারাবাহিকতায় বুধবার বিকালে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ সময় মেয়ে ইয়াসমিন আক্তার তার বাবাকে ঝগড়া করতে নিষেধ করলে এক পর্যায়ে মেয়ের কথায় ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা ছুরি দিয়ে গলায় কোপ দেয়।
আরও পড়ুন: ময়মনসিংহে কিশোরকে গলা কেটে হত্যার অভিযোগ
এতে গুরুতর আহত অবস্থায় বৃষ্টি উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানা পুলিশ খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপেক্স থেকে লাশটি উদ্ধার করে। মেয়েকে গলাকেটে হত্যার পর বুলু মন্ডল তার হাতে থাকা ছুরি দিয়ে নিজে শরীরে আঘাত করলে মাটিতে লুটে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যায়।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এস আই) মনিরুজ্জামান জানান, লাশ ময়নাতদন্ত করাতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: নোয়াখালীতে তরুণকে গলা কেটে হত্যা