রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার একটি বহুতল আবাসিক ভবনের সাত তলায় আগুন লেগেছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।
আরও পড়ুন: বসতঘরে আগুন লেগে বৃদ্ধার মৃত্যু
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তারের মিডিয়া সেলের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুলশান-২-এর একটি ১২ তলা ভবনে সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে, ছয়টি ফায়ার ফাইটিং ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।