বরিশালে গৃহবধূ ধর্ষণ মামলায় ভাসুরসহ দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি তাদেরকে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওই নারীর স্বামীকে খালাস দেয়া হয়েছে।
রবিবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন এই রায় ঘোষণা করেন।
আদালতের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ভুক্তভোগী গৃহবধূর ভাসুর জিয়া হাওলাদার (৩৫) ও তার স্বজন সিদ্দিক হাওলাদার (৪০)।
আরও পড়ুন: খুলনায় ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন
এজাহারের বরাতে বেঞ্চসহকারী জানান, ২০০৬ সালে আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা আফজাল হাওলাদারের ছেলে সহিদুল ইসলামের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে হয়। কিন্তু বিয়ের কিছুদিন পর যৌতুকের জন্য শ্বশুর বাড়ির লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন এবং সন্তানসহ ভুক্তভোগীকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। এ ঘটনায় ২০০৭ সালে তিনি স্বামী, ভাসুর ও শ্বশুরকে আসামি করে একটি মামলা দায়ের করেন। সেই মামলা তুলে নেয়ার জন্য আসামিরা বার বার চাপ দিতে থাকেন।
আরও পড়ুন: কক্সবাজারে শিশু ধর্ষণের দায়ে ৩ জনের যাবজ্জীবন
ভুক্তভোগী গৃহবধূ মামলা তুলে না নেয়ায় ২০১১ সালে ২২ আগস্ট রাতে তার বাবার বাড়িতে গিয়ে কৌশলে ঘরের ঢুকে তাকে ধর্ষণ করে ভাসুর জিয়া হাওলাদার। আর এই কাজে স্বামী সহিদুল ইসলাম ও তাদের স্বজন সিদ্দিক হাওলাদার সহযোগিতা করে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ২৫ আগস্ট একটি ধর্ষণ মামলা দায়ের করেন।