গোপালগঞ্জের গোবরা রেলস্টেশন ও কোটালীপাড়া থেকে অজ্ঞাত দুই নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) সদর উপজেলার বোড়াশী নামক এলাকায় এবং কোটালীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বাগান উত্তরপাড়া বিন্দু দাসের ক্লিনিকের পাশের পুকুর থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ফয়েজুর রহমান বলেন, ‘শনিবার সকালে গোবরা রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারী নিহত হন। পরে গোপালগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাজবাড়ী রেলওয়ে পুলিশকে বিষয়টি অবহিত করে। রাজবাড়ী রেলওয়ে পুলিশ এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।’
অন্যদিকে, কোটালীপাড়া উপজেলার পৌরসভা এলাকা থেকে অজ্ঞাত আরেক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ (শনিবার) পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: কুমিল্লায় সেতুর নিচে খালে পড়ে ছিল হাত-পা বাঁধা নারীর লাশ
পুকুর ও ক্লিনিকের মালিক নিউটন মজুমদার লিটন বলেন, ‘আমার ভাই মৃণাল পুকুরের ওপরে নির্মিত মুরগির ফার্মে খাবার দিতে গিয়ে একটি লাশ দেখে আমাকে জানায়। সঙ্গে সঙ্গে আমি পুলিশকে খবর দেই। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।’
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘বিন্দু দাসের ক্লিনিকের পাশ দিয়ে হাঁটাহাঁটির সময় স্থানীয়রা ওই পুকুরে একটি লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেখানে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।’