গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খাদে পড়ে রনি শেখ (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় জিমি শেখ নামের আরেক আরোহী আহত হয়েছেন।
সোমবার (২৩ মার্চ) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী-ডালনিয়া সড়কের বাঘাজুড়ি গ্রামে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত রনি শেখ ডালনিয়া গ্রামের ওলি শেখের ছেলে ও মাঝিগাতী হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র এবং আহত জিমি শেখ অষ্টম শ্রেণীর ছাত্র। তারা আপন চাচাতো ভাই।
নিহতের পরিবার জানান, রনি ও জিমি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হলে বাঘাজুড়ি গ্রাম এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে দুজনই মারাত্মক আহত হয়। পরে স্থানীরা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক রনি শেখকে মৃত ঘোষণা করেন এবং আহত জিমি শেখকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: মোটরসাইকেলের ট্রায়াল দিতে গিয়ে ট্রাকের নিচে, নিহত ২
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মীর সাজেদুর রহমান বলেন, ‘লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’