সিলেটের গোলাপগঞ্জে ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। রবিবার (১২ ফেব্রুয়ারি) বিকালে সিলেট-বিয়ানীবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রামের বাসিন্দা ফারুক আহমদ (৪০) ও রাশেদা বেগম (৩৮)।
আরও পড়ুন: ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
অটোরিকশাটিতে মোট পাঁচজন যাত্রী ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
তিনি জানান, সিলেট থেকে ছেড়ে যাওয়া একটি দ্রুতগামী ট্রাক বিয়ানীবাজার থেকে সিলেটগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। এ সময় চালকসহ আহত হন আরও তিনজন।
স্থানীয়রা গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর পর ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে যান।
এ ঘটনায় রাস্তায় দীর্ঘ যানজট লেগে যায়। পরে পুলিশ এসে প্রায় দুইঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক করে।