সিলেটের গোলাপগঞ্জে শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় চিনি আনার সময় ২১৬ বস্তা চিনিসহ দুইজনকে আটক করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার(৯ মার্চ) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর মহিবুর রহমান জামে মসজিদের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আরও পড়ুন: চাঁদপুরে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার, আটক ২
আটককৃতরা হলো- গাজীপুর জেলার কালিগঞ্জ থানার জাঙ্গালিয়া ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের মৃত আব্দুল লতিফ গাজির ছেলে মো. জাহিদুল গাজি (৩৯) ও শেরপুর জেলার শ্রীবরদী থানার সিংগাবরুনা ইউনিয়নের মাটিফাটা গ্রামের মো. দুদু মিয়ার ছেলে মো. সফিকুল ইসলাম (২৮)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে র্যাব-৯ অভিযান চালায়। এসময় গ্রেপ্তারকৃতদের কাছে বৈধ কাগজপত্র দেখাতে চাইলে তারা দেখাতে পারেনি। অভিযানে ২১৬ বস্তা ১০ হাজার ৮০০ কেজি ভারতীয় অবৈধ চিনি জব্দ করা হয় ও দুইজনকে আটক করা হয়।
পরবর্তীতে র্যাবের ডিএডি মনিরুজ্জামান বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় এজাহার দাখিল করলে, মামলা রুজু হয়।
বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি গাঁজা জব্দ, আটক ২: র্যাব
চট্টগ্রামে যাত্রীবাহী বাস থেকে ২০ লাখ টাকার জাল নোট জব্দ, আটক ২