রাজবাড়ীর গোয়ালন্দে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে মুদিখানা ও ওষুধের দোকানের ভেতরে ঢুকে যাওয়ায় কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (২৪ নভেম্বর) জুম্মার নামাজ চলাকালীন ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর জমিদার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের অভিযোগ
প্রত্যক্ষদর্শীরা জানান, জুম্মার নামাজ চলাকালীন পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দিগন্ত পরিবহনের একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দের জমিদারব্রিজ এলাকায় একটি ওষুধ ও একটি মুদি দোকানের উপর ছিটকে পড়ে। এতে দোকান ভেঙে কাত হয়ে পড়ে যায়। এতে কমপক্ষে ১২ বাসযাত্রী আহত হন। ওই সময় দোকান দুটি বন্ধ ছিল।
মুদি দোকানি হালিম মোল্যা বলেন, নামাজের সময় হওয়ায় দোকান বন্ধ করে নামাজে যান। নামাজ শেষে মসজিদ থেকে বিকট শব্দ শুনতে পান। দৌড়ে এসে দেখেন রাস্তার ধারে থাকা দোকান নেই। মুদিখানার পাশাপাশি পেট্রোল, মবিল, অকটেন খুচরা বিক্রি, বিকাশে টাকা লেনদেন করেন তিনি। অন্তত ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। দোকানঘরসহ বাসটি রাস্তা থেকে ২০ হাত দূরে নিয়ে গেছে। দোকান খোলা থাকলে বেঞ্চে লোকজন বসে থাকে।
ওষুধের দোকানি আমিনুল ইসলাম বলেন, আমিও দোকান বন্ধ করে জুম্মার নামাজ পড়তে যাই। নামাজ শেষে এসেই দেখি আমার দোকান আগের জায়গায় নেই। আমার দোকান দুমড়ে মুচড়ে খাদে পড়ে আছে। তার উপর পড়ে আছে যাত্রীবাহী বাস। দোকানের কোনো কিছুই বের করতে পারেননি। দোকানে অন্তত ৩ লাখ টাকার ওষুধ ছিল।
গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আল মাহমুদ বলেন, খবর পেয়ে ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে আসেন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস যাত্রীদের উদ্ধার করে। দুর্ঘটনায় কেউ নিহত না হলেও কয়েকজন আহত হয়েছেন। চালক পলাতক, তবে বাসটি জব্দ করেছি। বেপরোয়া গতিতে চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। শুক্রবার জুম্মার নামাজ চলাকালীন দুর্ঘটনাটি ঘটায় অনেকে প্রাণে রক্ষা পান।
আরও পড়ুন: ফরিদপুরের অজ্ঞাত নারীর লাশ উদ্ধার