দুর্ঘটনার আশঙ্কায় রাত ২টা থেকে পদ্মার এই নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
ঘাট সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের সারি হয়েছে। প্রায় তিন শতাধিক বিভিন্ন প্রকার যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। যানবাহনের চালক ও যাত্রীদের শীতের মধ্যে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পাটুরিয়া ফেরিঘাটে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে
অন্যদিকে, পাটুরিয়ার দিকেও আটকা পড়েছে নৈশকোচ, বাস, ট্রাক, প্রাইভেটকার ও মাইক্রোবাস মিলিয়ে তিন শতাধিক যানবাহন। প্রচণ্ড শীতে চরম বিড়ম্বনায় আছেন এসব যানবাহনের চালক ও যাত্রীরা।
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, ‘বৃহস্পতিবার মধ্যরাত থেকেই কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। রাত ২টার দিকে কুয়াশার তীব্রতা আরও বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ করা হয়।’
এ নৌপথে বর্তমানে ১৬টি ফেরি রয়েছে বলে জানান তিনি।
শিমুলিয়া-বাংলাবাজার ফেরি চলাচল শুরু
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মাহাবুব আলী সরদার বলেন, ‘ঘন কুয়াশার কারণে এই নৌপথেও রাত ২টা থেকে সব প্রকার নৌযান চলাচল বন্ধ করা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।’
আরও পড়ুন: ঘন কুয়াশা: পাটুরিয়া-দৌলতদিয়ায় ১০ ঘন্টা পর ফেরি চলাচল শুরু
২৮ ঘণ্টা পর শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু
শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ, যাত্রীদের ক্ষোভ