পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে বরিশালের বাকেরগঞ্জে ঘুমন্ত শ্বাশুড়িকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বউয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কাঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাজনীন বেগম (৫০) একই এলাকার মৃত হানিফ হাওলাদারের স্ত্রী ও অভিযুক্ত লাবন্য আক্তার নিহতের ছেলে উজ্জ্বল হাওলাদারের স্ত্রী।
স্থানীয়রা জানায়, লাবন্য আক্তার উজ্জলের মায়ের সঙ্গে এক ঘরেই থাকতেন। উজ্জ্বল ও তার ছোট ভাই রাজু হাওলাদার ঢাকায় থাকেন।
আরও পড়ুন: বিয়ে করতে চাওয়ায় বাবাকে গলা কেটে হত্যার অভিযোগ
নিহতের ভাসুর মো. কালাম হাওলাদার বলেন, বুধবার রাতে ভাতিজা উজ্জ্বল ফোন দিয়ে জানায় তার মা ফোন রিসিভ করছে না। আমাকে ঘরে গিয়ে তার মায়ের খোঁজ নিতে বলেন। আমি ঘরের সামনের দরজা বন্ধ দেখে পেছনের খোলা দরজা দিয়ে ঢুকেই চৌকির পাশে মশারিতে প্যাচানো রক্তাক্ত অবস্থায় নাজনীনের লাশ দেখতে পাই। পরে পুলিশকে খবর দেই।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন বলেন, স্থানীয়দের বরাতের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে মশারির মধ্যে রক্তাক্ত অবস্থায় লাশ পাই। অভিযুক্ত হত্যাকাণ্ডের পর রক্তে ভেজা জামা কাপড় চালের ড্রামে লুকিয়ে রেখেছিল। সেগুলো উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে হত্যার অভিযোগ
বাকেরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুদীপ্ত সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে ঘুমন্ত অবস্থায় ওই নারীকে রান্নার কাজে ব্যবহৃত ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না সেটি তদন্তে উঠে আসবে। আমরা সন্দেভাজন একজনকে আটক করেছি। লাশ ঘটনাস্থলেই রয়েছে।