ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাবে দমকা হাওয়াতে গাছের ডাল ভেঙে পড়ে চট্টগ্রামের সন্দ্বীপ ও মীরসরাই উপজেলায় ২ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ নভেম্বর) বিকালে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সন্দ্বীপের মগধরা ইউনিয়নের হানিফ মাস্টার বাড়ি এলাকার বাসিন্দা ৬৫ বছর বয়সী আব্দুল ওহাব এবং মীরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার আনোয়ার হোসেনের ৩ বছর বয়সী মেয়ে সিদরাতুল মুনতাহা।
স্থানীয়রা জানান, বিকালে ঝড়ো হওয়ার সময় আব্দুল ওহাব বাড়ির পাশে মসজিদ থেকে নামাজ পড়ে ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মিধিলি: চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ফের চালু
সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খিসা বলেন, ‘ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে উপকূলীয় এলাকা সন্দ্বীপে প্রচণ্ড ঝড়ো হাওয়া বইছে। গাছের ডাল ভেঙে পড়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এখনো অন্য কোনো ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।’
এদিকে একই সময়ে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড়ের কাটাবিল এলাকায় হাসমত আলী ভূঁইয়া বাড়িতে গাছের ডাল ভেঙে পড়ে সিদরাতুল মুনতাহা নামে এক শিশুর মৃত্যু হয়।
মুনতাহার চাচা মোহাম্মদ ফারুক হোসেন বলেন, সবার অগোচরে শুক্রবার বিকালে বাড়ির সামনে গেলে একটি গাছের ডাল ভেঙে পড়ে আমার ভাতিজি গুরুতর আহত হয়। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য আশরাফ উদ্দিন।
তিনি বলেন, ‘আমার ওয়ার্ডের কাটাবিল এলাকায় হাসমত আলী ভূঁইয়া বাড়িতে আনোয়ার হোসেনের মেয়ে গাছের ডাল পড়ে মারা গেছে।’
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মিধিলি: চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কায় মাইকিং
ঘূর্ণিঝড় মিধিলি: উপকূলবর্তী ফায়ার স্টেশনগুলোতে উচ্চ সতর্কতা জারি