ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার রাত থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
শুক্রবার (১২ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।
তিনি বলেন, আবহাওয়া অধিদপ্তরের ৮ নম্বর মহাবিপদ সংকেতের পরিপ্রেক্ষিতে শনিবার সকাল ৬টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট ওঠা-নামা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোখা: চট্টগ্রাম বন্দরে অ্যালার্ট-২ জারি
এছাড়া চট্টগ্রাম বন্দরে অ্যালার্ট-২ এর পরিবর্তে অ্যালার্ট-৪ জারি করা হয়েছে। বন্দর থেকে সকল জাহাজ নিরাপদ স্থানে সারিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার রাতে বন্দর কর্তৃপক্ষ জরুরি সভা আহ্বান করে বন্দরের সকল অপারেশন (কাজ) বন্ধ করে দিয়েছে।
এরই মধ্যে বন্দরের জেটিতে পণ্য ও কনটেইনার খালাসরত ১৬ জাহাজকে জেটি ছাড়তে নির্দেশনা দেওয়া হয়েছে। আজ (শনিবার) সকালে জোয়ারের সময়ে এসব জাহাজ জেটি ছেড়ে যাবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোখা: চট্টগ্রাম-কক্সবাজারে ১৬০৬ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত