চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পণ্যবাহী লাইটার জাহাজে চুরির অভিযোগে এক শ্রমিককে হত্যার পর নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে কর্ণফুলী নদীর কালারপোল ব্রিজের নিচ (এস আলম জেটি) থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ফজলুল করিম শাকিল (২৩) মিরসরাই থানার জোরারগঞ্জ সাহেদ ডি নগর এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি নৌযান শ্রমিক ইউনিয়নের সদস্য।
আরও পড়ুন: মৌচাক-মালিবাগ ফ্লাইওভারের নিচ থেকে তরুণীর লাশ উদ্ধার
নিহতের ভগ্নিপতি মো.বেলায়েত অভিযোগ করেন, ‘আমার শ্যালক শাকিল এমভি তরিবুল নাজাত ৩ জাহাজের সুকানী ছিলেন। সোমবার রাত দেড়টা থেকে ২টার দিকে এস আলম গ্রুপের পণ্যবাহী (চিনি) জাহাজে চুরির অভিযোগে নিরাপত্তাকর্মীরা শাকিলকে মারধর ও নির্যাতন চালিয়ে জাহাজ থেকে নদীতে ফেলে দিয়েছিল বলে জানতে পেরেছি।’
তিনি আরও বলেন, ‘মঙ্গলবার সকাল ১০টা দিকে নৌপুলিশের একটি টিম কর্ণফুলী নদীর কালারপোল ব্রিজের নিচে এস আলম জেটি থেকে তার লাশ উদ্ধার করে। আমরা মামলা করার জন্য নগরীর সদরঘাট থানায় এসেছি।’
চট্টগ্রাম নৌযান শ্রমিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য জাহাঙ্গীর আলম বলেন, ‘ফজলুল করিম শাকিল নামে আমাদের এক শ্রমিকের লাশ পুলিশ নদী থেকে উদ্ধার করেছে। শুনেছি সে জাহাজ থেকে পড়ে মারা গেছে। পরিবার বলছে তাকে নদী ফেলে হত্যা করা হয়েছে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশি তদন্তের পর আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিব।’
নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, ‘সকালে খবর পেয়ে নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে।’