শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে শেখ মুজিব রোডের চৌমুহনী উত্তরা মোটরসের সামনে অভিযান চালিয়ে ছিনতাই ও ডাকাত দলের আট সদস্যকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি করে দেশীয় এলজি, কার্তুজ, তিনটি স্টিলের টিপ ছোরা, দুটি মিনি কাটার ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩
আটকরা হলেন তাজুল ইসলাম (৩৬), তুষার হোসেন (২৫), মো. তপু (২২), হায়াত মাহমুদ জীবন (২৩), আনোয়ার হোসেন বাবু (২১), নাজমুল ইসলাম (২৮), আব্দুর রহমান রানা (২০) ও জনি শাহ (৩২)। তাদের আরেক সঙ্গী আব্বাস উদ্দিন প্রকাশ জুয়েল (২৬) পলাতাক রয়েছেন।
আরও পড়ুন: ধর্ষণে জন্ম নেয়া সন্তানের স্বীকৃতি মিলল ১৩ বছর পর
তাদের প্রত্যেকের বিরুদ্ধেই বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: রাজধানীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার যাবজ্জীবন
পুলিশ আরও জানায়, এদের মধ্যে তুষার হোসেনের কাছ থেকে আটটি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। সে তামাকুণ্ডি লেনের ব্যবসায়ী জুয়েলের কাছে দীর্ঘ দিন যাবৎ এসব চোরাই মোবাইল বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন। তাকেও গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
আরও পড়ুন:এমসি কলেজে ধর্ষণ: ধর্ষণ ও চাঁদাবাজির বিচার একসাথে চলবে
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘গ্রেপ্তারকৃত গ্রুপটি দিনের বেলা দলবেঁধে চলাফেরা করে অভিনব কৌশলে ছিনতাই চালায়। আবার রাতে দলবেঁধে ডাকাতি করে। গোপন সংবাদের ভিত্তিতে শেখ মুজিব রোডের উত্তরা মটরসের সামনে থেকে এই চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক ধারায় দুটি মামলা দায়ের করা হয়েছে।’