চট্টগ্রামের হাটহাজারীতের নিজের দীর্ঘদিনের কর্মস্থল হাটহাজারী মাদরাসা কবরস্থানে হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফির কবরের পাশেই শায়িত হলেন হেফাজতের সদ্য প্রয়াত আমির শায়খুল হাদিস আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী।
বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে হাজারও মানুষের অংশগ্রহণে হাটহাজারী মাদরাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার ইমামতি করেন বাবুনগরীর মামা এবং বর্তমান ভারপ্রাপ্ত আমির মুহিবুল্লাহ বাবুনগরী। এসময় দেশের শীর্ষস্থানীয় আলেমরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: হেফাজতের ভারপ্রাপ্ত আমির মাওলানা মুহিবুল্লাহ
এর আগে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বক্তব্য দেন।
পরে রাত পৌনে ১২টার দিকে তার দীর্ঘদিনের কর্মস্থল হাটহাজারী মাদরাসা কবরস্থানে হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফির কবরের পাশে তাকে দাফন করা হয়।
বাবুনগরী হেফাজত আমিরের পাশাপাশি চট্টগ্রামের মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শিক্ষা পরিচালক পদেও ছিলেন। তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহসভাপতি, চট্টগ্রাম নুরানি তালিমুল কুরআন বোর্ডের চেয়ারম্যান ও মাসিক মুঈনুল ইসলামের প্রধান সম্পাদক ছিলেন।
আরও পড়ুন: হেফাজত আমির জুনায়েদ বাবুনগরী মারা গেছেন
এদিকে, আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজাকে ঘিরে মানুষের ভিড়ের কারণে রাত ১০টার পর থেকেই হাটহাজারী-খাগড়াছড়ি সড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।