চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে একদিনে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫১৬ জন। গতকাল মৃতদের মধ্যে নগরীর ৫ জন ও বিভিন্ন উপজেলার ৩ জন রয়েছে। এ পর্যন্ত নগরীতে মোট মৃত্যু হয়েছে ৩৮২ জনের ও উপজেলার ১৩৪ জন।
বিগত ২৪ ঘন্টায় কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৯টি ল্যাবে নমুনা পরীক্ষায় ১ হাজার ২৩০ টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮০ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৪৯ হাজার ৭২৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরীর ১৩৯ জন এবং উপজেলায় ৪১ জন।
আরও পড়ুন: চট্টগ্রামে করোনায় প্রাণ গেল আরও ৭ জনের
বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়।
সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্যমতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৮ টি নমুনা পরীক্ষা করে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪৩২ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ৫৫ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩১টি নমুনা পরীক্ষা করে চারজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৯০টি নমুনা পরীক্ষা করে ৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৮টি নমুনা পরীক্ষা করে ১৩ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৬৮টি নমুনা পরীক্ষা করে ১৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৭টি নমুনা পরীক্ষা করে ১১ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৪টি নমুনা পরীক্ষা করে ১৫ জন এবং মেডিকেল সেন্টার ল্যাবে ১৪টি নমুনা পরীক্ষা করে চারজন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।
অন্যদিকে, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেনি।
আরও পড়ুন: চট্টগ্রামে একদিনে করোনায় আরও ১১ জনের মৃত্যু
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ২৩০ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হয়েছেন ১৮০ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরীতে ১৩৯ জন এবং উপজেলায় ৪১ জন।