চট্টগ্রামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের রশিদার পাড়ায় একটি কলোনীতে তাঁর লাশ পাওয়া যায়।
নিহত গৃহবধূ রীনা আক্তার (২৮) পাবনা জেলার সাথিয়া থানার বন গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী এবং তিনি দুই ছেলে সন্তানের জননী।
আরও পড়ুন: জৈন্তাপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
স্থানীয় সুত্রে জানা গেছে, ছয় মাস ধরে তিনি তার স্বামী ও দুই ছেলে সন্তানদের নিয়ে সদরের রশিদার পাড়ায় একটি কলোনীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তার স্বামী বেসরকারি একটি কোম্পানিতে চাকরি করতেন। তিনি প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে রীনা আকতারের ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায়।
স্বামী সিরাজুল ইসলাম জানান, আমার স্ত্রীর সঙ্গে কোনদিন ঝগড়াঝাঁটি হয় নাই। আমার স্ত্রী দুই মাসের অন্তঃসত্ত্বা। মঙ্গলবার রাতে একসঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেলে থানা পুলিশকে অবহিত করি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, গৃহবধূ রীনা আকতারের আত্মহত্যার বিষয়টি থানায় অবহিত করলে উপপরিদর্শক (এসআই) রুহুল আমিনকে ঘটনাস্থলে পাঠিয়েছি।
এছাড়া নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। ধারণা করছি তিনি আত্মহত্যা করেছেন। ময়না তদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার