চট্টগ্রামের বাঁশখালীতে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় মোহাম্মদ বাদশা (৫৬) নামে এক ডেকোরেটর ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার নিজের ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি মাইজপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে।
নিহত মোহাম্মদ বাদশা স্থানীয় শাহাদাত মার্কেটে ডেকোরেটরের ব্যবসা করতেন।
আরও পড়ুন: বেনাপোলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, পরিবারের দেওয়া খবরের ভিত্তিতে আমরা সকালে বাদশার লাশ উদ্ধার করেছি। প্রথমে পরিবারের সমস্যরা জানায়, ডাকাতের হাতে খুন হয়েছে বাদশা। পরে জিজ্ঞাসাবাদে পুলিশের জেরার মুখে বাবাকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে ছেলে এনামুল হক।
তিনি বলেন, অভিযুক্ত ছেলে জানান তার বাবা ডেকোরেশন দোকানে বসা নিয়ে তাকে বকাঝকা করতে সব সময়। সম্প্রতি দোকানের ক্যাশ ভেঙে সে অনলাইন একটি মোবাইল ফোন কিনেছিল, এই নিয়ে বাবা তাকে বকাঝকা করেছে।
তিনি আরও বলেন, এছাড়া সে একটি মেয়েকে বিয়ে করার জন্য বাবার উপর চাপ দিচ্ছিল। কিন্তু বাবা ওই মেয়েকে বিয়ে করাতে রাজি হয়নি। মূলত এসব কিছু নিয়ে বাবা-ছেলের মধ্যে ঝগড়া হয়। এরপর সে তার বাবাকে হত্যা করার পরিকল্পনা করে।
বৃহস্পতিবার রাতে সবাই ঘুমিয়ে পড়লে সে রান্নাঘর থেকে একটি দা নিয়ে কুপিয়ে তার বাবাকে হত্যা করেছে বলে জানায়।
পরে সে দা ধুয়েমুছে আবার রান্না ঘরে রেখে দিয়ে ঘুমিয়ে পড়ে। পরে সকালে প্রচার করে তার বাবাকে ডাকাতেরা হত্যা করেছে।
পুলিশ পরিদর্শক জানান, এই নিয়ে পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা
চট্টগ্রামে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, ৫ আসামির যাবজ্জীবন