চট্টগ্রাম মহানগরীর দক্ষিণ খুলশী আবাসিক এলাকা থেকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযাগে সিরিয়া ফেরত সাখাওয়াত আলী লালু (৪০) নামে এক যুবকেকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ খুলশীর কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সাখাওয়াত আলী লালু ২০১২ সালে তার আত্মীয় মো. আরিফ মামুনের মাধ্যমে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের জঙ্গি কার্যক্রমের সাথে সম্পৃক্ত হন। চাকরিচ্যুত মেজর জিয়াসহ অন্যদের নিয়ে জঙ্গি তৎপরতা চালিয়ে আসছে। চার বছর আগে যুদ্ধ করার জন্য বাংলাদেশ থেকে সিরিয়া যান তিনি।
আরও পড়ুনঃ রাজধানীতে জঙ্গি সংগঠনের এক ‘সদস্য’ গ্রেফতার
সর্বশেষ গত ২২ মার্চ দেশে ফিরে জঙ্গি সাখাওয়াত আলী লালু। তার বিরুদ্ধে নগরীর খুলশী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়েছে ।
সিটিটিসির উপপরিদর্শক রাছিব খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সাখাওয়াত নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের আইটি বিশেষজ্ঞ। সিরিয়ায় যুদ্ধে অংশগ্রহণ করে সম্প্রতি দেশে ফিরে আসেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।