চট্টগ্রামের পটিয়ায় ডাকাত সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাতে উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের হিলছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিচয় এখনও জানা যায়নি।
আরও পড়ুন: খুলনায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে পাঁচ থেকে ছয়জনের ডাকাত দল ঘরের দরজা ভেঙে ঢুকে ওই এলাকার বাদল চৌধুরী ও তার ছেলেকে মারধর করে। এসময় তারা বাদল চৌধুরীর স্ত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিঁড়ে নেয় এবং আলমারি ভেঙে ৬০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে কিন্তু ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করে পিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আরও পড়ুন: যশোরে ট্রাকচাপায় সবজি ব্যবসায়ী নিহত
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, ডাকাত সন্দেহে গ্রামবাসী একজনকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে। সোমবার সকালে পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এছাড়া ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: ড্রামট্রাকের ধাক্কায় কুষ্টিয়ায় মোটরসাইকেল চালক নিহত