চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (২১ আগস্ট) দুপুরে নগরের এভারকেয়ার হাসপাতালে তিনি মারা যান।
নিহত এমাদুল হোসেনের (৩২) বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায়। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) স্পিনা রানী প্রামাণিক।
আরও পড়ুন: চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল, মৃতের সংখ্যা ৪৮৫
তিনি জানান, গত ১৮ আগস্ট অসুস্থতাবোধ করলে এমাদুল হোসেনকে চিকিৎসার জন্য চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়। পরেরদিন ১৯ আগস্ট ডেঙ্গু পরীক্ষা করা হলে পজিটিভ রিপোর্ট আসে। পরে ২০ আগস্ট শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নগরীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা যান তিনি।
এভারকেয়ার হাসপাতালের ডিউটি ম্যানেজার আলী নেওয়াজ সাব্বির জানান, ডেঙ্গু উপসর্গ নিয়ে রবিবার রাতে এক পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি হন। সোমবার দুপুরে তিনি মারা যান। তিনি ডেঙ্গুর হেমোরজিক সিনড্রোম জটিলতায় ভুগছিলেন বলে জানিয়েছেন চিকিৎকরা।’
এর আগে গতকালও ডেঙ্গুতে জেলায় তিন নারীর মৃত্যু হয়। এ বছর চট্টগ্রামে ডেঙ্গুতে ৪৪ জনের মৃত্যু হয়েছে।