রাজনৈতিক সমাবেশের নামে পুলিশ কর্তৃক গণহারে বাস রিকুইজিশনের প্রতিবাদে চট্টগ্রামের উত্তর ও দুই পার্বত্য জেলায় ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
বাস মালিকদের সঙ্গে পুলিশের সমঝোতার প্রেক্ষিতে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকালে হাটহাজারী বাসস্ট্যান্ডে ধর্মঘট প্রত্যাহারের এ ঘোষণা দেন চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতা মনজুর আলম মঞ্জু।
এর আগে গতকাল রাতে তিন জেলায় সকাল থেকে পরিবহন ধর্মঘট ঘোষণা করে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপ। পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ পরিবহন ধর্মঘট শুরু হলে সকাল থেকে উত্তর চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে যাত্রীরা বেশ দুর্ভোগে পড়েন।
চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান বলেন, প্রশাসনের আশ্বাসে আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি। আশা করি এখন থেকে রিকুইজিশনের নামে হয়রানি বন্ধ করা হবে।
আরও পড়ুন: চট্টগ্রামসহ ৩ জেলায় পরিবহন ধর্মঘট চলছে
রাজশাহী বিভাগের পরিবহন ধর্মঘট প্রত্যাহার, যান চলাচল শুরু
রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু বৃহস্পতিবার