চট্টগ্রামে বৃষ্টির পানিতে ডুবে অজ্ঞাত এক যুবক এবং মাছ ধরতে গিয়ে খালের পানিতে ডুবে মো. মনসুর আলম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ মে) কোতোয়ালি থানার শুটকি পট্টি পোলের কাছে এবং জেলার বোয়ালখালী উপজেলায় পৃথক ঘটনা দুইটি ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে মোহাম্মদ হানিফ নামে এক পথচারী অজ্ঞাত যুবককে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: গোলাপগঞ্জে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু
তিনি আরও বলেন, আনয়নকারীর দেওয়া তথ্যমতে কোতোয়ালি থানার শুটকি পট্টির পোলের কাছে জমে থাকা পানিতে ডুবন্তবস্থায় পড়ে থাকা এই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। তার লাশ ইমারজেন্সি লাশ ঘরে রাখা আছে।
এদিকে বোয়ালখালী উপজেলায় খালের পানিতে ডুবে মো. মনসুর আলম নামের আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত মনসুর আলম উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উজির আলী চৌধুরী বাড়ি মৃত লেদু মিয়ার ছেলে।
সোমবার (২৭ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার ছন্দারিয়ার খালের পোপাদিয়া বাদুড়তলা এলাকায় স্থানীয়রা মনসুর আলমকে ভাসতে দেখেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, বৃদ্ধ মনসুর আলম খালে জাল দিয়ে মাছ ধরছিলেন। তিনি খাল থেকে জাল টেনে তোলার সময় পানিতে পড়ে যান। তার ৫ ছেলে ও ৩ মেয়ে রয়েছে।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক পূজা ভৌমিক বলেন, বিকাল ৪টার দিকে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
আরও পড়ুন: গোলাপগঞ্জে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু