চট্টগ্রামের পটিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জুন) সকালে জেলার পটিয়ায় ও বোয়ালখালী উপজেলায় এ দুটি ঘটনা ঘটে।
পটিয়ায় নিহত রুমা দে (৪৫) পৌরসভার ২ নম্বর ওয়ার্ড সুচক্রদন্ডী এলাকার শরৎ দে’র স্ত্রী।
আরও পড়ুন: পাবনায় পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু
পরিবার সূত্রে জানা যায়, ওই নারী মৃগী রোগে আক্রান্ত ছিলেন। সকাল ৭টার দিকে পৌরসভার সুচক্রদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পুকুরে গোসল করতে যাওয়ার পর ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।
সন্ধান না পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। শহর থেকে ডুবুরি দল গিয়ে যৌথভাবে পুকুরে তল্লাশি চালায়।
পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, ওই নারী পুকুরে নেমে ডুবে যান। ডুবুরি দল সকাল ৯টার দিকে লাশ উদ্ধার করেছে।
অন্যদিকে, বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে মারা যায় মো. তাইসীরুল (২) নামের এক শিশু। সকালে উপজেলার বেঙ্গুরা এলাকার জব্বার সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।
শিশু তাইসীরুল বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী বহদ্দারপাড়ার মো. তারেকের ছেলে।
জানা যায়, শিশুটি উঠানে খেলাধুলা করার সময় পাশের পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুদীপ কুমার চৌধুরী এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, পুকুরে ডুবে যাওয়া ওই শিশুকে মৃত অবস্থায় বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেছেন। শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।