চট্টগ্রামে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন প্রায় ২০ জন। শুক্রবার নগরীর ইপিজেড স্টিল মিলস বাজার এবং কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় এসব দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, ইপিজেড থানাধীন স্টিল মিলস বাজার এলাকায় দুপুর ১২টার দিকে বাস চাপায় নারী ও শিশুসহ ৩ জন মারা যান। নিহতদের মধ্যে নূর বেগম (৪৩) ও তার বোনের মেয়ে অজ্ঞাত (১১) ঘটনাস্থলে নিহত হন। অপর একজন হাসপাতালে নেয়ার পথে মারা যান।
আরও পড়ুন: কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বাস চাপায় ৩ জন মারা গেছেন। বাস চালক ও তার সহকারীকে আটক করে বাসটি জব্দ করা হয়েছে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, দুপুরে সাইলো খাল পাড় রোড়ে দ্রুতগামী বাসটি একটি রিকশাকে ধাক্কা দিয়ে দ্রুত পালানোর সময় সাইলো রোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দেয়। এতে ঘটনা¯’লে এক শিশু ও এক নারীর মৃত্যু হয়। আহত একজনকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান।
নিহত নারী নূর বেগম তার বোনের মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার সময় বাস চাপায় মারা যান বলে জানান স্থানীয়রা।
আরও পড়ুন: বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত
এদিকে জেলার কর্নফুলী উপজেলা শিকলবাহা চৌমুহনী এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে আহত ও নিহতদের পরিচয় জানা যায়নি।
শুক্রবার বেলা ৩টার দিকে চৌমুহনী কেডিএস পাম্পের সামনে বিআরটিসি বাস ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
একটি সিএনজি টেক্সিকে ওভারটেক করতে গিয়ে বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয় জানিয়ে পুলিশের টিআই আনোয়ার আজিম বলেন, দুটি বাসের অসংখ্য যাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে ২ জন মারা গেছেন। আহতদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে। তবে আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: খুলনায় সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রী নিহত
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম বলেন, কর্ণফুলিতে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২২ থেকে ২৫ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।