চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাতটার দিকে মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি মিঠার দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মফিজ মোল্যা (৩০)। তিনি ভোলার বাসিন্দা ও ট্রাকটির শ্রমিক।
আরও পড়ুন: নেত্রকোণায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ২৫
এছাড়া হতাহত ব্যক্তিদের সবাই ট্রাকের চালক, চালকের সহকারী ও ট্রাকের শ্রমিক।
আহত ব্যক্তিদের মধ্যে ট্রাকচালক আবদুল মান্নানের (৩৫) অবস্থা গুরুতর। তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
এতে ট্রাকের হেলপার ঘটনাস্থলে মারা যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। ট্রাক চালককে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে বাস ও ট্রাক জব্দ করেছি। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নিহত ব্যক্তির লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
আরও পড়ুন: মীরসরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত