চট্টগ্রাম মহানগরী ইপিজেড থানা নিউমুরিং রেলক্রসিংয়ে তেলবাহী ওয়াগন ট্রেনেকে ধাক্কা দিয়ে বাস উল্টে গেলে এক রেল কর্মীসহ তিনজন নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- রেলের পয়েন্টস ম্যান আজিজুল হক (৩০), বাসচালক আসাদুজ্জামান (৩০) এবয় বাস চালকের সহকারী লিটন কান্তি দে (৩০)।
ইপিজেড থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, রাত সাড়ে ৯টার দিকে বিমানবন্দর সড়কে মেঘনা অয়েল থেকে তেলবাহী ওয়াগন ট্রেন বেরিয়ে যাওযার রেলক্রসিং এর সামনে রেল ক্রসিং অতিক্রমকালে একই সময় যাত্রীবিহীন একটি বাস রেললাইনে উঠে গেলে বাসটি রেল ইঞ্জিনকে ধাক্কা দিয়ে উল্ট যায়।
এতে ঘটনাস্থলে রেলকর্মী নিহত এবং বাসের চালক ও সহকারী আহত হন। পরে তাদের দুজনকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করেছে। এ ঘটনায় রেল ইঞ্জিনের কোনও ক্ষতি হয়নি।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত