চট্টগ্রামে উচ্চস্বরে কথা বলতে নিষেধ করায় স্থানীয় এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে দিকে জেলার বাঁশখালীর গন্ডামারা বাজারে বদরুল হক (৬৭) নামে ওই ব্যবসায়ীকে হত্যা করা হয়।
নিহত ব্যবসায়ী বদরুল হক গন্ডামারার মৃত আবুল বশরের ছেলে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, গণ্ডামারা বাজারের গাউছিয়া হোটেলে চা খাচ্ছিলেন বদরুল হকসহ কয়েকজন ব্যক্তি। কিছুক্ষণ পর ওই হোটেলে আসেন নুরুল আজিজ সিকদার।
এসময় নুরুল আজিজ উচ্চস্বরে কথা বলতে থাকেন। বদলুল হক তাকে উচ্চস্বরে কথা বলতে বারণ করেন। এরপরেও উচ্চস্বরে কথা বলায় বদরুল হক আজিজকে ‘নতুন পাগল ভাত পায় না, পুরান পাগলের আগমন’ বলে কটূক্তি করেন।
আরও পড়ুন: রাজধানীতে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত
এতে আজিজ ক্ষিপ্ত হয়ে চায়ের দোকানের ক্যাশবাক্সে থাকা তরকারি কাটার ছুরি নিয়ে বদরুল হকের পেটে আঘাত করেন। ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন বদরুল।
তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মককর্তা (ওসি) কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ অভিযুক্ত নুরুল আজিজকে আটক করেছে।
ঘটনাস্থল থেকে বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, তুচ্ছ বিষয় নিয়ে একজন খুন হয়েছে। ঘাতক নুরুল আজিজ সিকদারকে ঘটনার আধা ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, বদরুল হকের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১
ফার্মগেটে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবলের মৃত্যুর ঘটনায় ৪ জন গ্রেপ্তার