চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে এক মুক্তিযোদ্ধাকে প্রতিপক্ষের লোকজন হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত মুক্তিযোদ্ধার নাম মোহাম্মদ শাহজাহান (৬৫)।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জোরারগঞ্জের ওসমানপুর এলাকায় জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে তার ওপর হামলার ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষ অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে দুপুর আড়াইটায় তার মৃত্যু ঘটে।
জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন জানান, এ‘কজন মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে মর্মে খবর পেয়ে আমরা ঘটনাস্থল উসমান পুরে যাচ্ছি। তবে এখনো ঘটনার বিস্তারিত জানি না।’
নিহত শাহজাহানের ভাতিজা সোহেল মোস্তফা দোলন বলেন, ‘বাড়ির পাশের একটি জায়গা নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে চাচাসহ কয়েকজন বিরোধপূর্ণ সে জায়গায় গেলে প্রতিপক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে দুই নারীসহ চাচা আহত হন। তাদের মধ্যে আমরা চাচাকে নিয়ে প্রথমে জোরারঞ্জ হাসপাতালে গেলে সেখানকার চিকিৎসকরা উনাকে চমেক হাসপাতালে পাঠিয়ে দেয়। আসার পথে আড়াইটাই তিনি গাড়িতে মারা যান।’
আহত অন্য দুই নারী হলেন দিনারা বেগম ও তাহরিমা বেগম। তবে তাদের আঘাত তেমন গুরুত্বর নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।