চট্টগ্রাম বন্দর এলাকায় কনটেইনার চাপা পড়ে নূরে আলম নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় ওই কনটেইনারবাহী লরির হেলপার ও চালককে আটক করেছে পুলিশ।
বুধবার (২৬ জুলাই) ভোরের দিকে বন্দর থানা সংলগ্ন সিপিআর গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা গণমাধ্যমকে বিষয়টি জানান।
এ ঘটনায় ট্রাফিক সার্জেন্ট মো. ইমরান উদ্দিন বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন।
আরও পড়ুন: সীতাকুণ্ডে আসামি বহনকারী বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে ৩ পুলিশ আহত
গ্রেপ্তার দুইজন হলো- লরির হেলপার মো. সেলিম ওরফে লিটন (৩৬)। তার বাড়ি ফেনী জেলার সোনাগাজী থানার গুণক গ্রামে। চালক শামীম খানের (২৮) বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার চন্ডিপুর গ্রামে। ঘটনার সময় লিটন লরি চালাচ্ছিলেন।
ওসি সনজয় কুমার সিনহা জানান, ট্রাফিক কনস্টেবলের মৃত্যুর ঘটনায় লরি চালক শামীমকে বন্দর এলাকা থেকে এবং হেলপার লিটনকে ফেনীর সোনাগাজী থেকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় লরিটি।
তিনি বলেন, ঘটনার সময় বেপরোয়াভাবে কনটেইনারবাহী লরিটি চালাচ্ছিলেন হেলপার লিটন। এতে লরি থেকে উল্টে পড়ে যায় কনটেইনার। কনটেইনারটির নিচে চাপা পড়েন কনস্টেবল নূরে আলম। পরে কনটেইনারটি সরিয়ে গুরুতর আহত অবস্থায় কনস্টেবল নূরে আলমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সিলেটে মোটরসাইকেলের ধাক্কায় পুলিশ কনস্টেবলের মৃত্যু