চট্টগ্রামে নগরীতে বৃষ্টির পানিতে ডুবে যাওয়া সড়কে সিএনজি অটোরিকশা নালায় পড়ে দুই জনসহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।
আজ বুধবার দুপুর ১২টার দিকে ষোলশহর দুই নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।
সিএনজি খালে পড়ে নিহতরা হলেন, খাতিজা বেগম (৬৫) ও সিএনজি চালক মো. সুলতান (৩৮)।
অপর দিকে নগরীর একে খাঁন গেইট এলাকায় গাড়ি চাপা পড়ে মারা যান এক অজ্ঞাত যুবক।
আরও পড়ুন: সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ৩ যুবক নিহত
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম তিনজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই জানান, দুপুর ১২টার দিকে নগরীর ষোলশহর দুই নম্বর গেটের মেয়র গলি এলাকায় টিএন্ডটি কলোনির বাইলাইন সড়ক থেকে পাশের খালে পড়ে যায় যাত্রীবাহী চলন্ত সিএনজি। এর মধ্যে তিন যাত্রী ভেসে উঠে আসেন। নিহত দুজন সিএনজিতে আটকা পড়ে খালের পানিতে ডুবে যান। পরে ফায়ার সার্ভিসসহ স্থানীয়দের সাহায্যে তাঁদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় আরও তিনজন হাসপাতালে ভর্তি আছে।
নিহত খাতিজার স্বজন পারভেজ আহমদ জানান, খাতিজা কয়েক দিন আগে এখানে তাঁর ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। আজ নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। তাঁর বাড়ি কর্ণফুলী থানা এলাকায়।
আরও পড়ুন: অভয়নগরে সড়ক দুর্ঘটনায় দুই আনসার সদস্য নিহত
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বায়েজিদ স্টেশন সূত্রে জানা গেছে, সিএনজি ডুবে যাওয়ার খবর পেয়ে নগরীর আগ্রাবাদ ও বায়েজিদ স্টেশন থেকে তিনটি ইউনিট উদ্ধার কাজে অংশ নেই। এ সময় ডুবুরিও আসে। সিএনজি তুলে আনার পর এ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁদের চমেক হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন
এদিকে এর আগে সকালে একে খাঁন গেইট এলাকায় গাড়ি চাপা পড়ে আহত এক অজ্ঞাত ব্যাক্তিকে চমেক হাসপাতালে নেয়ার পর তাঁর মৃত্যু হয়েছে বলে জানান চমেক ফাঁড়ির পুলিশ।