চট্টগ্রামের মিরসরাইয়ের স্ক্রাপবাহী লরির ধাক্কায় এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মিরসরাইয়ের ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাকঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তানজিনা আক্তার (১৪) ওয়াহেদপুর ইউনিয়নের ভাঙ্গারপুল এলাকার মোহাম্মদ আলীর মেয়ে। সে হয়রত শাহসুফী মাওলানা নুর আহম্মদ (র.) দাখিল মাদরাসা প্রকাশ বড়দারগারহাট বুড়া হুজুর মাদরাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে মাদরাসায় যাওয়ার জন্য সড়ক পার হতে গেলে বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী লরি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুমিরা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. শাহাদাত হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় একটি দ্রুতগামী লরি ধাক্কা দিলে এক ছাত্রী গুরুতর আহত হয়। এরপর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
তিনি আরও জানান, লরিটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত, যুবলীগ নেতা আহত