চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুলাই) জেলার বাঁশখালী, সাতকানিয়া ও রাঙ্গুনিয়া উপজেলায় এসব দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বাঁশখালীতে রাস্তা পারাপারের সময় এক শিশুকে বাঁচাতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশা উল্টে শফিউল আলম জিহাদী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এস কে বি কমিউনিটি সেন্টারের দক্ষিণ পাশে পিএবি প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: খুলনায় ইজিবাইক-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
নিহত শফিউল আলম জিহাদী কক্সবাজারের পেকুয়া সিরাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল হুদার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার চেচুরিয়া এস.কে.বি কমিউনিটি সেন্টারের দক্ষিণে খদুল্লা পাড়া রাস্তার মাথা এলাকায় একটি ছোট্ট মেয়ে রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রুত গতিতে আসা পেকুয়া উপজেলা থেকে চট্টগ্রাম শহরমুখী একটি সিএনজিচালিত অটোরিকশা হঠাৎ থামার চেষ্টার চালালে সেটি উল্টে খাদে পড়ে যায়।
বাঁশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, নিহত শফিউল আলমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
এর আগে শনিবার ভোরে সাতকানিয়া উপজেলার ছদাহা শিশুতল এলাকায় সড়ক দুর্ঘটনায় মিশু পাল (২৫) নামে মানসিকভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত মিশু পাল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান বলেন, মিশুর পরিবারের দাবি যে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনদিন আগে রামুতে বেড়াতে গিয়েছিলেন মিশু। সেখান থেকে রাস্তায় হেঁটে হেঁটে সাতকানিয়ায় চলে আসেন। পরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, আমরা তার মাথায় মারাত্মক জখম পেয়েছি। ধারণা করছি রাস্তায় হাঁটতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছি।
এদিকে, পুলিশ রাঙ্গুনিয়ায় রাস্তার পাশ থেকে মো. আল-আমিন নামের (৩৫) বছরের এক যুবকের লাশ উদ্ধার করেছে। শনিবার (১৫ জুলাই) সকালে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের গাবতল এলাকার এনডিই কোম্পানি লিমিটেডের রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা, গাড়িচাপায় তার মৃত্যু হয়েছে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, সড়কের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, এটি গাড়ি দুর্ঘটনা নাকি হত্যা তা এখন বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: লালমনিরহাটের পচা আম বিক্রি নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের