চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত একটি বিদেশি জাহাজের দুই নাবিকের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে তারা মারা গেছেন বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন। তারা দুজন ইউক্রেনের নাগরিক। তবে তাদের নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পড়ে বিদেশি নাবিকের মৃত্যু
চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি বিদেশি জাহাজের দুইজন নাবিক আকস্মিকভাবে অসুস্থ হয়ে মারা গেছেন। বিষয়টি জাহাজটির স্থানীয় এজেন্ট দেখভাল করছেন। তাদের লাশ ময়নাতদন্ত শেষে আন্তর্জাতিক নিয়মে নিজ দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে জাহাজটির স্থানীয় এজেন্ট।
বন্দর কর্তৃপক্ষ জানায়, বন্দর বহিনোঙ্গরে অবস্থানরত ‘এমভি এপি অ্যাস্টেরা’ নামে পণ্যবাহী একটি জাহাজে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) একজন নাবিকের নিজের কেবিন থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আরেকজন নাবিক হৃদরোগে আক্রান্ত হন। তাকে বোটে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শাটল ট্রেন’
জাহাজটির স্থানীয় এজেন্ট শোরলাইন সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হোসাইন টুটুল জানান, ‘হঠাৎ অসুস্থ হয়ে বিদেশি জাহাজের দুই নাবিক মারা গেছেন। আন্তর্জাতিক নিয়মে লাশ ময়নাতদন্ত করে ফ্লাইটে নিজ দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছি আমরা।’