চট্টগ্রাম: জেলার সীতাকুণ্ড, বায়োজিদ, পতেঙ্গা পাহাড়তলী সাগরিকা শিল্প এলাকায় পৃথক মিছিল বের করে বিক্ষোভ করেছে বিভিন্ন পাটকলের শ্রমিকরা।
এদিকে নগরীর আমিন জুট মিলের শ্রমিকরা চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কের জুট মিল গেট থেকে বিক্ষোভ মিছিলটি নিয়ে প্রধান প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন আমিন জুট মিল শ্রমিক কর্মচারী পরিষদের সভাপতি আরিফুর রহমান, মো. মোস্তফা, শামসুল আলম, কামাল উদ্দিন প্রমুখ।
ওই মিছিল থেকে আগামী ২৭ নভেম্বর আমিন জুট মিল গেটে প্রতীকী অনশনের ঘোষণা দেয়া হয়।
খুলনা: দক্ষিণাঞ্চলের এ জেলা সকাল সাড়ে ৯টায় খুলনার ৯টি পাটকলের মিলগেটে জড়ো হয় শ্রমিকরা। সেখানে গেট সভা শেষে বিক্ষোভ মিছিল বের করেন তারা।
খালিশপুর বিআইডিসি সড়ক প্রদক্ষিণ করে নতুন রাস্তা হয়ে নিজ নিজ মিল গেটে যেয়ে মিছিলটি শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন- বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের আহ্বায়ক সরদার আ. হামিদ, যুগ্ম আহ্বায়ক সাহানা শারমিন, হুময়ন কবির খানসহ নেতৃবৃন্দ।
রাজশাহী: নগরীর উপকন্ঠ কাটাখালী এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। এসময় মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হলে তারা মিল গেটের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করে।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- রাজশাহী পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক শামীম হোসেন, কোষাধ্যক্ষ মোস্তাক হোসেন, সহ-সভাপতি আব্দুল আলীম এবং মাসুদ রানাসহ শ্রমিক-কর্মচারীরা।
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা মিছিল শেষে রাস্ত থেকে সরে মিল গেটে সভা করেছে।’