চট্টগ্রাম বন্দরে জাহাজডুবির ঘটনায় ২৪ ঘন্টার ব্যবধানে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ডের ভাটিয়ারী সমুদ্র উপকূল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নুরুল আবছার লাভলু (৩৭) পতেঙ্গায় ডুবে যাওয়া জাহাজের শ্রমিক। তিনি মীরসরাই উপজেলার দক্ষিণ ভূঁইয়া গ্রামের বাসিন্দা।
এর আগে গতকাল সোমবার একই এলাকা থেকে মো. হানিফ শেখ নামে একজনের লাশ উদ্ধার করে নৌ পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ভাটিয়ারী সমুদ্র উপকূলে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে স্থানীয় গাউছিয়া কমিটির টিম ও নৌ পুলিশ লাশটি উদ্ধার করে।
আরও পড়ুন: চট্টগ্রামে জাহাজ ডুবে নিখোঁজ এক শ্রমিকের লাশ উদ্ধার
কুমিরা নৌ পুলিশের ইনচার্জ মোহাম্মদ একরাম উল্লাহ তার নাম পরিচয় নিশ্চিত করে বলেন, নিহত নুরুল আবছার লাভলুর বাড়ি মীরসরাই উপজেলার দক্ষিণ ভূইয়া গ্রামে। তিনি পতেঙ্গায় ডুবে যাওয়া লাইটার জাহাজ ‘এমভি টিটু ১৪’-তে কর্মরত ছিলেন।
তার লাশ স্বজনদের কাছে দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ মার্চ (শনিবার) ভোরে বঙ্গোপসাগরের পতেঙ্গায় বালুবাহী ড্রেজারের ধাক্কায় ‘এমভি টিটু-১৪; নামে একটি লাইটার জাহাজ ডুবে যায়। এসময় জাহাজে থাকা ১৩ জনের মধ্যে ৯ জন জীবিত উদ্ধার হলেও চারজন নিখোঁজ ছিল। এদের মধ্যে গতকাল মো. হানিফ শেখ ও আজ নুরুল আবছার লাভলুর লাশ উদ্ধার করা হয়েছে। এখনও আরও দু’জন নিখোঁজ রয়েছে।
আরও পড়ুন: শীতলক্ষ্যায় লঞ্চডুবি: নিহতের সংখ্যা বেড়ে ৬, জাহাজ আটক