তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি দেশীয় ওয়ান শুটার গান, এক রাউন্ড ৭.৬২ এমএম রাইফেলের বুলেট, রামদা ও লুটপাট করা বিভিন্ন মালামাল, দেশি-বিদেশি টাকা উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন-কক্সবাজারের নাইক্যংদিয়া এলাকার হায়দার আলীর ছেলে ডাকাত সর্দার মো. ইয়াহিয়া জয়নাল (২৬), একই এলাকার ফরিদুল আলমের ছেলে ছলিম উল্লাহ (৩৩), শিয়া পাড়া এলাকার শাহাজাহানের ছেলে ছাবের আহমদ (২৯), দক্ষিণপাড়া এলাকার হাছন আলীর ছেলে আবুল কালাম (৩০), চকরিয়া থানার খুটাখালী এলাকার শাহ আলমের ছেলে শাহ আমান বাটু (২৮), দক্ষিণ পতেঙ্গা নাজির পাড়া এলাকার মো. বদরুদ্দোজার ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ (২৫)।
সোমবার দুপুরে নগরীর চান্দগাঁওয়ে র্যাব-৭ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান জুয়েল জানান, গত শুক্রবার রাতে বাকলিয়ার নতুন ব্রিজ এলাকা থেকে যাত্রী বেশে ডাকাত দলের ৬ সদস্য সৌদিয়া পরিবহনের একটি বাসে উঠে। পথে চকরিয়ার ফাঁসিয়াখালী এলাকায় পৌঁছলে তারা বাস চালককে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। কিছু যাত্রী ডাকাতদেরকে বাঁধা দিলে তারা এলোপাতাড়ি গুলি চালায়। এতে দুইজন যাত্রী গুলিবিদ্ধ হয়। একজন যাত্রীকে কুপিয়ে জখম করে ডাকাতরা। বাস কক্সবাজারের ঈদগাহ এলাকায় পৌঁছলে তারা ডাকাতির মালামালসহ নেমে যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় শনিবার কক্সবাজারের চকরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। জড়িত ডাকাতদের গ্রেপ্তারের জন্য র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং ছায়া তদন্ত শুরু করে। রবিবার দুপুর দেড়টা থেকে ৪টা পর্যন্ত কক্সবাজারে অভিযান চালিয়ে ডাকাত সর্দার মো. ইয়াহিয়া জয়নালকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, এক রাউন্ড ৭.৬২ এমএম রাইফেলের বুলেট ও একটি রামদা উদ্ধার করা হয়। তার দেয়া তথ্য মতে একে একে ছলিম, ছাবের, আবুল কালাম, বাটু ও আব্দুল্লাহকে আটক করা হয়।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার মাহমুদুল হাসান মামুন জানান, ডাকাত সদস্যদের কাছ থেকে ডাকাতির সময় ছিনিয়ে নেয়া ২০টি মোবাইল ফোন, এক জোড়া স্বর্ণের কানের দুল, হাতঘড়ি, ডাকাতিকৃত ২৫৮০ টাকা, ২৫৫ আরব আমিরাতের মুদ্রা, ৩০০ ওমানের মুদ্রা উদ্ধার করা হয়েছে।
ডাকাতদলটি জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা গত ৫ ও ১২ নভেম্বর একই এলাকায় দুইটি বাসে ডাকাতি করে। তারা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার চকরিয়া ও সদর থানার বিভিন্ন এলাকায় রাতে ছিনতাই ও ডাকাতির কথা স্বীকার করেছে।