ভুক্তভোগী রোগীদের অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান চলছে। বৃহস্পতিবার বেলা ১১টায় দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক মো. নাজমুছ সাদাতের নেতৃত্বে অভিযান শুরু হয়।
দুদক সূত্রে জানা গেছে, দুদকের হটলাইন নম্বরে ভুক্তভোগী রোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চলছে। দুদকের অভিযানিক দল প্রথমে প্রশাসনিক ভবনে যায়ি। এরপর হাসপাতালের নিচতলায় অবস্থিত সরকারি ওষুধের দোকানে অভিযান চালায়।
দুদক উপ-পরিচালক মো. নাজমুছ সাদাত বলেন,‘দুদকের হটলাইন নম্বর ১০৬-এ অভিযোগ পেয়ে অভিযানে আসি। আমরা এখনও চমেক হাসপাতালে আছি। হাসপাতাল থেকে বের হয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’
আরও পড়ুন: ওষুধ পাচারের অভিযোগে চমেক হাসপাতাল কর্মচারী বরখাস্ত
অভিযানিক দলে আরও রয়েছেন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাঈদ, সহকারী পরিচালক এনামুল হক ও কনস্টেবল মো. ইমরান হোসেন।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি ওষুধ চুরির অপরাধে চমেক হাসপাতালের দুই কর্মচারীকে আটক করে পুলিশ। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।