চাঁদপুর সরকারি কলেজ গেইট সংলগ্ন দোকানগুলোতে আগুন লেগে চারটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আশেপাশের ১৫টি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়। এ সময় অন্তত ২০ জন আহতের খবর পাওয়া যায়। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এই ঘটনা ঘটে।
একটি দোকানের আবু তাহের নামের এক যুবক জানান, সিটি হার্ডওয়্যার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বৈদ্যুতিক শর্ট সাকির্ট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাশাপাশি দোকান হওয়ায় আগুন দ্রুত তিন দিকে ছড়িয়ে যায়।
আরও পড়ুন: চট্টগ্রামের ভিআইপি টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
চাঁদপুর ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক শাহিদুল ইসলাম জানান, আগুনে চারটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায় এবং এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। ফলে বাকি দোকান ও পাশের একটি আটতলা ভবন রক্ষা পায়।
তিনি আরও বলেন, কোনো প্রাণহানিও হয়নি। তদন্তের পর আগুনের সূত্রপাতের সঠিক কারণ জানা যাবে।
ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২০ লাখ টাকা বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ দোকানী করিম ভূঁইয়াসহ অন্যান্যরা।
আরও পড়ুন: বসতঘরে আগুন লেগে বৃদ্ধার মৃত্যু