চাঁদপুরের ফরিদগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় মোটরসাইকেলের ধাক্কায় ইকবাল ও শাহাদাত নামে দুই যুবক নিহত হয়েছেন।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বদরপুর রাস্তার মাথায় ওয়াপদা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার বাসিন্দা শাহাদাত হোসেন ও ইকবাল খান। ইকবাল মুলপাড়া কারিগরি কলেজের ছাত্র ছিলেন।
আরও পড়ুন: অপরিকল্পিত খাল খননে ঝিনাইদহে হুমকির মুখে ফসলি জমি
আহতদের স্বজনরা জানান, ইকবাল ও শাহাদাত মোটরসাইকেলে করে একতা বাজার থেকে মুন্সিরহাট যাচ্ছিলেন। পথে বদরপুর রাস্তার মাথায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি অটোরিকশায় তাদের মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এ ঘটনায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা। ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাদের চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন। আর শাহাদাতকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সগির মিয়া দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ইকবালের লাশ হাসপাতালে রয়েছে। আর শাহাদাতের লাশ ফিরিয়ে আনা হচ্ছে।
আরও পড়ুন: গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ২