চাঁদপুরের হাজীগঞ্জে আল-আরাফাহ ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং থেকে নগদ অর্থ চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে জানা যায়।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার হাজীগঞ্জের বেলঁচো বাজারে আল আরাফাহ ইসলামী ব্যাংক এজেন্ট শাখার জানালা ভেঙ্গে ব্যাংকের ভল্টে থাকা ৫ লাখ ২৭ হাজার ৩৮৮ টাকা চুরি হয়।
আরও পড়ুন: কর্মকর্তা-কর্মচারীদের অচেতন করে কৃষি ব্যাংক লুটের চেষ্টা
সরেজমিনে গিয়ে দেখে এসে থানার ওসি মো. হারুনুর রশিদ ইউএনবিকে বলেন, সোমবার দিবাগত গভীর রাতের যেকোন সময় ব্যাংকের পূর্ব পাশের জানালার গ্রীল ভেঙ্গে এ দুর্ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।
আল আরাফাহ ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংক শাখার ব্রাঞ্চ ম্যানেজার মিজানুর রহমান বলেন, ‘অপারেটর ম্যানেজার ইসমাঈল হোসেনসহ ৩ জন দায়িত্বে ছিলেন। আমি দায়িত্ব নেয়ার পূর্বে এ দুর্ঘটনা ঘটেছে। যে কারনে বেশী কিছু বলতে পারবো না। বিষয়টি প্রধান কার্যালয়ে অবহিত করেছি।’
আরও পড়ুন: খুলনায় ব্যাংক থেকে চুরি হওয়া টাকার অর্ধেক উদ্ধার, গ্রেপ্তার ৩
বেলঁচো আল আরাফাহ ইসলামী ব্যাংক এজেন্ট শাখার এজেন্ট আফজাল হোসেন ইউএনবিকে বলেন, ‘গত ২ মাস আগে কার্যক্রম শুরু হয় এ শাখাটির, যে কারনে সিসি ক্যামেরা এখন পর্যন্ত লাগাতে পারিনি। এ বিষয়ে হাজীগঞ্জ থানায় মামলা রুজু হয়েছে।’’
আরও পড়ুন: চট্টগ্রামে ‘বোমা’ মেরে ব্যাংক উড়িয়ে দেয়ার হুমকি, যুবক আটক
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ ইউএনবিকে আরও বলেন, অভিযোগ পেয়ে আমরা তদন্তপূর্বক আইনগত পথে অগ্রসর হচ্ছি।
উল্লেখ্য, কিছুদিন আগে কচুয়া ও ফরিদগঞ্জে প্রাইভেট ব্যাংকের এজেন্ট ব্যাংকে পর পর চুরি সংঘটিত হয়েছে।