চাঁদপুরের মতলব উত্তরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবলীগ কর্মী মারা গেছেন। আহত হয়েছেন আরও চারজন।
শনিবার বিকাল প্রায় সাড়ে ৩টার দিকে মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর চরে এ ঘটনা ঘটে।
নিহত মোবারক হোসেন বাবু (৪৮) মোহনপুর ইউনিয়নের যুবলীগ কর্মী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার অনুসারী বলে স্থানীয়রা জানায়।
আহতদের মধ্যে জহির (২০) ও ইমনকে (১৮) গুলিবিদ্ব অবস্থায় মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় রেফার করা হয় বলে হাসপাতাল সূত্র জানায়।
আরও পড়ুন: কুষ্টিয়ার দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ১৫
নিহত বাবুর ভাই আমির হোসেন কালু জানান যে মায়া চৌধুরীর নিদের্শে আয়োজিত প্রতিবাদ সমাবেশে আসার সময় হামলার ঘটনা ঘটে। এতে তার ভাই বাবু গুলিবিদ্ব হয়ে মারা যায়।
বিষয়টি মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন নিশ্চিত করেন।
এ ঘটনায় মুসা নামের একজনকে আটক করেছে পুলিশ। সে মিজান গ্রুপের অনুসারী বলে জানা গেছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশের ২ মামলা
স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জেরে আওয়ামী লীগের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পক্ষ দু’টি হচ্ছে- কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া গ্রুপ এবং মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজান গ্রুপ।
ওসি মহিউদ্দিন বলেন, হাসপাতালে নেওয়া হলে এক যুবক মারা যায়।
পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানান তিনি।
আরও পড়ুন: চবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা তদন্তে ৩ কমিটি