চাঁদপুর সদরের বাগাদীতে জায়গা জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুর্বৃত্তদের দেয়া পেট্টোলের আগুনে পুড়ে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়।
মৃত ইকবাল হোসেন খোকন (৫৬) চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম সকদী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির জায়গা জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত ২৯ মে ইকবাল হোসেন খোকনকে দোকানের ভেতরে রেখে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।
আরও পড়ুন: চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ৪০ সদস্য আটক
নিহতের স্বজনরা জানান, খোকনের চাচাতো বোন রোকেয়া বেগমের খরিদ সম্পত্তি একই বাড়ির রশিদগং জোরপূর্বক দখল করে ঘর নির্মাণ করে। সে ঘরটি তারা ভেঙে ফেলে। এ ঘর ইকবাল হোসেন খোকনের নেতৃত্বে ভাঙা হয়েছে বলে রশিদ খান, শহীদুল্লা খান, দেলু খানও মোরসালিনসহ অনেকে ক্ষিপ্ত হয়ে খোকানকে হুমকি দিয়ে দোকানের ভেতরে রেখে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয়। এতে ইকবাল হোসেন খোকানের প্রায় পুরো শরীরই ঝলসে যায়।
স্থানীয় লোকজন ও তার আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্যতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে প্রেরণ করে।
ঘটনার ১০দিন পর ইকবাল গতকাল সন্ধায় মারা যান।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার এএসআই কাউছার হোসেন বলেন, 'ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। যে ঘটনা ঘটেছে তা সত্য। তবে এ ঘটনায় কেউ মামলা না করায় চাঁদপুর মডেল থানার পক্ষ থেকে কোন ব্যবস্থা নেয়া যায়নি।
মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।