মুষলধারে বৃষ্টির মধ্যে চোখে-মুখে লাল কাপড় বেঁধে ‘মার্চ ফর জাস্টিস’ সমর্থনে চাঁদপুর জেলা জজ আদালত ও জেলা প্রশাসক কার্যালয় এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
বুধবার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের উত্তর পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন: 'মার্চ ফর জাস্টিস': যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
বিক্ষোভের শুরুতে শিক্ষার্থীরা জেলা জজ আদালতের সম্মুখে প্রবেশ করতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ। পরে তাদের সরিয়ে সড়কের একপাশে নিয়ে যাওয়া হয়। সেখানে মুষলধারে বৃষ্টির মধ্যেই শতাধিক শিক্ষার্থী অবস্থান নেন। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা স্লোগান দেন- ‘আমার খাও, আমার পর, আমাকে গিয়ে গুলি কর’; ‘তোমার কোটা তুমি নাও, আমার ভাইকে ফিরিয়ে দাও’; ‘আমার ভাই মরল কেন, আমার বোন মরল কেন? জবাব চাই’; ‘দিয়েছি ত রক্ত আরও দেব রক্ত’; ‘কোটা না মেধা, মেধা, মেধা..।’