চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই ক্লিনিককে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এর মধ্যে আল-মদিনা ক্লিনিককে ৫০ হাজার ও জমজম নার্সিং হোমকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার রহনপুর পৌর এলাকার পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেপ্তার ৯
এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হামিদুর রহমান।
নিশাত আনজুম জানান, রহনপুর পৌর এলাকার আল-মদিনা ক্লিনিককে ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারায় ও জমজম নার্সিং হোমে চিকিৎসার পরিবেশ না থাকাসহ নানা অনিয়মে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া তাদের সতর্ক করা হয়েছে। আগামীতে অনিয়ম হলে ক্লিনিক বন্ধসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।